আমরা সকলেই ফ্রী ফায়ার খেলি। এবং ফ্রি ফায়ার গেম কে অনেক ভালোবাসি। কারণ ফ্রী ফায়ার এর মধ্যে ব্যাটেল। মোড বাদে আরো অনেক মোড আছে। সেজন্য এই গেমটা খেলতে অনেক বেশি ভালো লাগে। আবার আমরা অনেকেই আছি ফ্রি ফায়ার গেম খেলি শুধুমাত্র Clash Squad মোডে গেম খেলার জন্য। ব্যাটেল রয়েল খেলতে সময় লাগে বিদায় খেলিনা। আবার আমরা অনেকেই অনেক জায়গায় Clash Squad গেম খুঁজে থাকি। আর গুগোল এর মধ্যে অনেক Clash Squad রয়েছে। কিন্তু সেগুলো খেলতে ভালো লাগে না কারণ সেই গেম গুলা ফ্রী ফায়ার গেমের মত নয়। আবার অনেকেই ভাবি হয়তোবা ক্লাস স্কোয়াডের মত গেম নেই।তাই অনেকেই আর ডাউনলোড করার চেষ্টাই করি না। তোর আজকে তোমাদেরকে এমন একটা গেম এর সাথে পরিচয় করিয়ে দিব সেই গেম টার মধ্যে ক্লাসে স্কয়ারের মত অনেক মুড রয়েছে। এবং এই গেমটা খেলে আমি অনেক সময় পার করি। তো গেম টার নাম কি এবং গেমটা কি কি ফিচার রয়েছে তা নিচে দেওয়া হল ঃ
তো আজকে যে গেমটা নিয়ে কথা বলবে সেই গেমটার নাম হচ্ছে Bullet Angel.যে গেমটা তুমি প্লে স্টোরে সার্চ করলে পাবো।
উপরের স্ক্রিনশটটা হচ্ছে এই গেমের হোমস্ক্রীন।
এই হচ্ছে এই গেমের কিছু Gun skin. যে স্কিন গুলো দেখতে একদম অসাধারণ। এছাড়া এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর ইমোট। যে মোট গোলা দিলে মূলত হেলথ বাড়ে।মানে ইমোট দিয়ে তোমাদেরকে মেডিকেট করতে হয়।
এখন তোমরা যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছে তা হচ্ছে কম্পিটিশন খেলার জন্য কিছু গেম মোড।তোমার দেখতে হচ্ছে এখানে অনেক গেম মোড রয়েছে। তার পাশাপাশি আলাদা আলাদা মুডে আলাদা আলাদা ম্যপ রয়েছে। তাই গেম খেলার সময় তুমি কখনো বিরক্ত বোধ করবে না।
Game Screenshort
গেমটি যদি ভালো লাগে এবং তুমি যদি গেমটি ডাউনলোড করতে চাও তাহলে এখানে ক্লিক করে এই গেমটি ডাউনলোড করে নিও।গেম সম্পর্কে বিস্তারিত জানতে নিচের ভিডিওটা দেখে আসো।
ভালো লাগলে আমাদের ওয়েবসাইটের সাথে থেকো। কারণ এই ওয়েবসাইটের নিয়মিত গেমিং রিলেটেড কনটেন্ট দেওয়া হয়। তো ধন্যবাদ সম্পন্ন পোস্টটি পড়ার জন্য।
Tags:
Android Game