New Bangladeshi Open World Game For Android bd1 2424

New Bangladeshi Open World Game For Android 

আমরা অনেকেই বাংলাদেশের গেম খেলতে পছন্দ করি। অনেকেই চাই আমাদের দেশের গেম খেলতে। কারণ আমরা আমাদের দেশকে অনেক ভালোবাসি। তবে বাংলাদেশের গেম ডেভেলপার খুবই কম। আবার যদিও কোন গেম ডেভেলপার থাকে তারা ভালো গেম বানাতে পারে না বা ভালো গেম বানায় না। তবে তোমাদেরকে আজকে আমি এমন একটা গেমের সাথে পরিচয় করিয়ে দিব। যেটা সম্পূর্ণ বাংলাদেশের গেম। যে গেমের ভিতর জায়গায় বাংলাদেশী ব্যানার দেখতে পারবা। সব থেকে দারুন বিষয় হচ্ছে এই গেমটা তুমি তোমার মোবাইলে খেলতে পারবা। এবং এই গেমটা হবে GTA vice city মত। তাই আজকে তোমাদেরকে এই গেমটা কেমন দেখাবো এবং কিভাবে ডাউনলোড করতে হয় দেখাবো।

প্রথমেই বলি গেম টার নাম Reality escape

যে গেমটা প্লে স্টোরে। এবং প্লে স্টোরে এই গেমটা সাইজ মাত্র ১০০ থেকে ২০০ এমবি। এবং তুমি তোমার ২ জিবি রেম এর ফোনে এই গেমটা খেলতে পারবা।
এই ভিতর ম্যাপ এর মধ্যে বাংলাদেশী ব্যানার রয়েছে। ঠিক নিচের স্ক্রিনশট এর মত।
আবার বাংলাদেশের সবার পরিচিত ব্যানার আছে এই গেমের ভিতর

এখন তোমরা এই গেমের কিছু স্ক্রিনশট দেখে নাও।

আরো পোস্ট দেখুন



তো বলে রাখি এই গেমটা ওপেন ওয়াল্ড গেম। ঠিক যেমন জিটিএ ফাইভ এর মত। তার পাশাপাশি এই গেমের ভিতরে রয়েছে অনেক ফিচার। তবে সকল ফিচার দেখতে হলে অবশ্যই এই গেমটা ডাউনলোড করতে হবে।
তোমাদের এই গেমটা ডাউনলোড করতে চাও তারা নিচের লিংক থেকে এই গেমটা ডাউনলোড করে নাও।

See More

Post a Comment

Previous Post Next Post