Bangladesh Bus Simulator Game Download [2023] Bhg7

Bangladesh Bus Simulator Game Download


আমরা ফেসবুক এবং ইউটিউবে অনেক ধরনের বাস গেম দেখি। যেগুলোর মধ্যে সবথেকে ভালো লাগে বাস সিমুলেটর বাংলাদেশ। যে গেমটার ভেতর বাংলাদেশের সব বাস রয়েছে। তার পাশাপাশি রয়েছে বাংলাদেশের ম্যাপ, বাংলাদেশের ব্যানার ইত্যাদি। এছাড়াও গেমগুলোর ভিতরে দেখা যায় বাংলাদেশের ট্রাক, ভ্যান, রিক্সা, রাস্তাঘাট ইত্যাদি। তার পাশাপাশি আরো রয়েছে বাংলাদেশী ব্রিজ যেমন পদ্মা সেতুর, যমুনা সেতু, মেট্রো রেল। আর এসব ফিউচার দেখে আমরা চাই আমাদের মোবাইলের ভিতরে এরকম গেম খেলতে। কিন্তু কথা হচ্ছে আমরা ফেসবুক এবং ইউটিউবে যে গেম গুলো দেখি সেই গেমগুলো হচ্ছে পিসির জন্য। মানে এই গেমগুলো পিসি এবং কনসোলেই খেলা যায় তাই আমরা আর এই গেমগুলো মোবাইলে খেলতে পারি না।
তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ আজকে তোমাদেরকে আমি এমন একটা গেম দেখাবো। যেটার ভিতরে তোমরা বাংলাদেশী বাস ট্রাক বাংলাদেশি ম্যাপ বাংলাদেশি রাস্তাঘাট। এমনকি বাংলাদেশের দোকানপাট দেখতে পারবা। আমি জানি তোমরা এখন অনেকে অবাক হয়ে গেছো। কারণ আমরা সকলেই জানি এরকম গেম মোবাইলে নেই আর থাকলেও সেগুলো ভালো না। তবে এই গেমটা দেখলে তুমি অবশ্যই ডাউনলোড করে খেলতে বাধ্য থাকবা

যাইহোক এখন তোমরা দেখে নাও এই গেমের স্ক্রীনশট।

এখন দেখে নাও গেমটি কিভাবে ইন্সটল করতে হবে।
গেমটি ইনস্টল করার জন্য প্রথমে নিচে ডাউনলোড লিংক থেকে গেমটি ডাউনলোড করে নাও।

Game Download Link



গেমটি ডাউনলোড হয়ে গেলে Zarchiver অ্যাপটি ডাউনলোড করে নাও।
তারপর এখানে ক্লিক করে Bangladesh Obb ফাইলটা ডাউনলোড কর।

তারপর Zarchiver App এর ভিতর ঢুকে Android > OBB > com.maleo.bussimulatorid ফাইল এর ভিতরে অভিভাবিকা পেস্ট করো।

Ok এখনই তুমি এই গেমটা খেলতে পারবা।
ভালো লাগলে অবশ্যই পোস্টটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করুন।

Post a Comment

Previous Post Next Post