Top 5 Battle Royale Game for Android Mobile

বর্তমান বিশ্বের সবথেকে জনপ্রিয় মোবাইল গেম হচ্ছে ব্যাটেল রয়েল গেম। এ ব্যাটেল রয়েল গেম এর চাহিদা বর্তমানে অনেক। তাই অনেক বড় বড় কোম্পানি এই ব্যাটেল রয়েল গেম বানাচ্ছে.কিন্তু আমরা সকলেই এই গেম গুলো সম্পর্কে জানি না। কারণ আমরা সকলেই পাবজি ফ্রী ফায়ার খেলে থাকি। তাই ওইসব গেম দেখার সময় পাইনা বা দেখিনা। মনে করি পাবজি ফ্রী ফায়ার থেকে ভালো গেম নেই। তবে প্রকৃতপক্ষে পাবজি ফ্রী ফায়ার এর থেকে ভালো গেম রয়েছে। সেই গেম গুলো সম্পর্কে জানিনা বিদায়ই খেলিনা। তবে আজকে তোমাদেরকে আমি এমন পাঁচটা গেম সম্পর্কে পরিচয় করিয়ে দিব। যে গেম গুলো পাবজি ফ্রী ফায়ার এর থেকে ভালো

1. Call Of Duty Mobile

মোবাইলের মধ্যে সবথেকে সেরা এবং রিয়েল স্টিক গেম হচ্ছে এটি। তুমি যদি এই গেমটা খেলো তাহলে তুমি গেমের জগতে হারিয়ে যাবা। কারণে গেমিং গ্রাফিক্স অনেক হাই এবং অনেক রিলিস্টিক। তুমি এই গেমস এর ভিতরে পেট্রোল মোট সহ আরো অনেক মোট পেয়ে যাবা এতে করে তোমার ব্যাটেল রয়েল মোট খেলতে বোরিং লাগলে অন্য মুডে খেলতে পারবা। তবে একটা প্রবলেম রয়েছে তুমি যদি এই অ্যাপসটা খেলতে চাও তাহলে তোমার ফোনে 3gb Ram থাকা লাগবে।এবং তোমার মোবাইলে 10 জিবি স্টোরেজ ফাঁকা থাকা লাগবে 

Screenshort



2. Sausage Man

Sausage Man এই কাজটা গ্রাফিক সম্পূর্ণ কার্টুন । ক্যারেক্টারগুলো খুবই ফানি এবং ইন্টারেস্টিং। যেমন  গেমসের ক্যারেক্টারগুলো দেখতে কিছুটা ক্যাপসুল এর মত।
তাছাড়া এই গেমের ভিতরে কিছু ইন্টারেস্টিং বিষয় রয়েছে। সে কারণে অন্য সব গেমের থেকে এই গেমটা আলাদা।

Screenshort



3. Omega Legend

Omega Legend এমন একটা গেম চাই গেম টা গ্রাফিক্স Fortnite Games এর মত। মানে গ্রাফিক্স কোয়ালিটি অনেকটাই কার্টুনের মত। আর তাই তুমি এই গেমস এর মাধ্যমে আলাদা একটা Battle Royle গেমস এর মজা পাবা.

Screenshort



4. Farlight 84

Farlight 84 হচ্ছে একটি নতুন ব্যাটেল রয়েল গেম। যেই গেমটা রিলিজ হয়েছে কিছুদিন আগে। নতুন গেম হলেও এই গেমটা অনেক জনপ্রিয়। কারণ এই গেমের ফিচারের মধ্যে অনেক কিছু Pubg থেকেও ভালো. তাছাড়াও এই গেমসটা ভবিষ্যতের পৃথিবীর উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। তাইরে গেমস এর ভিতরে তোমরা অ্যাডভান্স কিছু ফিচার পাবা। এজন্যই গেমস টা আমার কাছে খুব ভালো লাগে।

Screenshort



5. Badlanders

Badlanders হচ্ছে এমন একটা গেম। যে গেমটা গ্রাফিক্স একদম Pubg এর মত। এবং কন্ট্রোল gun ও সেম পাবজির মতো.। তবে গেমের ভিতরে ব্যাটেল রয়েল মোড পাবেন না।

Screenshort


Thanks for reading till the end of this article. For more such informative and exclusive tech content, Subscribe our Youtube Channel

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url